অনুপম, ২০২৩
Poems/কবিতা
আয় বৃষ্টি
ঝুমা সরকার
এল বৈশাখ, নিয়ে চাঁদিফাটা রোদ্দুর
তাপ তাণ্ডবে চতুর্দিক ফাঁকা
জানালা দরজা বন্ধ অসহায়
মন জানালায় অপেক্ষায় একা।
দু-একটি গাছ, তাও অসহায় দাঁড়িয়ে
মাটির গভীরে আপ্রাণ খোঁজাখুঁজি
একফোঁটা জলেই ফিরবে যেন প্রাণ
প্রখর তাপে তা-ও ব্রাত্য আজ।
পশুপাখি সব
ইতিউতি খুঁজে মরে
দুপুরে ছায়া কোথাও নেই
বন্ধ ঘরে ধুঁকছে মানুষগুলো
তাই কাটছে দিন ওদের খালিপেটেই।
নামলে সন্ধ্যা
হাঁফছেড়ে তবু বাঁচি
আশায় আশায় দিন করছি পার
চাতকের সাথে আমিও আছি এখন
আসুক বৃষ্টি ভিজুক চারিধার।
ভিজুক প্রকৃতি পশুপাখি সব যত
ভিজুক সবাই ভিজে উঠুক মন
আয় না বৃষ্টি, বাড়িয়েছি হাতখানি
আয় দুজনে ভিজব সারাক্ষণ।