অনুপম, ২০২৩
Poems/কবিতা
কালো রাত্রি
রথীন কর
তিনশো রজনি যেন
তিনশোটা দেয়ালের মতো
দাঁড়িয়ে আছে
আমার আর আমার
ভালোবাসার মধ্যে
কৃষ্ণ সমুদ্র নিথর আঁধারে
সেজানের ছবির মতো।
আয় রাত্রি আয় রাত্রি
আয় কালো রাত্রি
নরকের ধোঁয়া আর
কালের বিষ নিশ্বাস
হৃদয়ের গভীর ক্ষতমুখে
রক্তমেঘ
অন্ধকারের নুন ডাকে
তার গোপন গুহায়
শ্যাওলা পড়া
চাঁদবণিকের ডিঙায়...