অন্তর্দীপ্তি
Poems/কবিতা
নিশাচর এই দুই চোখ
সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়
গরলের অভিমান ফোঁটা ফোঁটা ঝরে
সারারাত দুই ঠোঁট পেতে বসে থাকি,
সুখাচাঁদ,নিশিতারা চোখ বুজে থাকে
ঈশ্বরীর হোলি খেলা রক্তে এঁকে রাখি।
নশ্বরতা গিলে খায় যৌনগন্ধী টান
বিষাদের ছড় টানে চান ঘরে ছায়া,
আশরীর শোনিতের দীপ্ত চোরা ডাক
পরকীয়া ভেলকিতে কুপোকাত জায়া।
চোরাগোপ্তা ভাইরাল ফুলে ফেঁপে ঢোল
হৃদপদ্মে ধুম লেগে জমে ওঠে পলি
বালুবেলা পদ ছাপ বুকে বেঁধে রাখে
ঈশ্বরের ঠোঁট আঁকে এই ঠোঁটে কলি।
ঘুমহীন নিশাচর এই দুই চোখ
মুখোশের কেরামতি জেনে যায় লোক।।