অন্তর্দীপ্তি
Poems/কবিতা
স্মৃতিগন্ধা
কুহেলী দাশগুপ্ত
ন্যাপথলিনের গন্ধ কি পাও?
স্মৃতির তোরঙ্গ খুলে?
মন্দ ভালো স্মৃতির প্রহর
দিন ,মাস গেছ ভুলে?
এগিয়ে চলা বন্ধুর পথে
ফেরার উপায় নেই,
যা কিছু ছিল উল্টে পাশা
জেতা দান আজকেই।
কে বলতে পারে ? হিসেবী সময়।
বুঝে নেয় কাঁটা মেপে,
আজ যা কিছু ঝাঁপির আড়ালে,
গুঁজে দিলে চেপে চেপে!
জমে জমে কত ওজনে ভারি,
খবর রাখে না কেউ,
সময়ের পাতা উল্টে আবার
ফিরতি পথের ঢেউ।
কচি কিশলয় জাগবে বলে
জীর্ণ পাতা ঝরে,
ডালপালা যত ছেঁটে ফেলি
নতুন আসার তরে।
ভাবনার ভুলে, বোঝার ভুলে
দুঃসহ যত জমা,
মুখোমুখি হওয়া সত্যের চোখে
দেখতে কি পাও ক্ষমা!
আবেগ, বিলাপ , প্রলেপ দিয়ে
দূষণ কি যায় কমে!
মিথ্যে কি আর ঢাকতে পারে!
ভুলের পাহাড় জমে।