অন্তর্দীপ্তি
Poems/কবিতা
মরু মেঘ
অমিতাভ শঙ্কর রায় চৌধুরী
রোদ – তুলি দিয়ে যেন সুনীল আকাশে
আগুনে নিদাঘ আঁকা। উত্তপ্ত বাতাসে
তৃষ্ণায় কাতর জয়পুরের শহর।
হাওয়া-মহল খাঁ খাঁ। স্তব্ধ দ্বিপ্রহর।
পিচ ঢালা পথ ছোটে কে জানে কোথায়!
ক্লান্ত রোদ শুয়ে আছে গাছের পাতায়।
মাটির কলসি কাঁখে শ্যামা চলে ধীরে
স্বামীর তেষ্টার জল নিয়ে এলো ফিরে।
সাঁঝ হ’তে দিয়া হাতে চমকে তাকালো
আকাশের বুক চিরে ছুরি কে চালালো?
বিজুলি ওটাই নাকি? দু চোখে বিস্ময়!
গুরু গুরু ডেকে মেঘ দেয় পরিচয়।
হঠাৎ পড়লো চোখে বালিয়াড়ি বেয়ে
মাথায় পাগড়ি লাল - ও কে আসে ধেয়ে?
বড় বড় ফোঁটা ঢালে তখনি আকাশ
শ্যামার গালেতে লাগে শীতল বাতাস।
পাগড়ির খুঁটে স্বামী মুছে দিল জল,
‘এত ভয় পাস কেন? আমাকে তা বল।’
উড়নিটা টেনে শ্যামা বলে, ‘চলো ঘর।’
রঙ পেলো গাল থেকে গুলাবী শহর।