অন্তর্দীপ্তি
Poems/কবিতা
মনসখা
জ্যোতির্ময় চক্রবর্তী
জলরেখা ধরে চলে যেও
যেখানে নদীর ভাঁটা-মাটি গভীর চাওয়া নিয়ে
চুপ করে বসে
জোয়ারের তাড়না উন্মাদ নয় আর
ফেলে দিয়ে গেছে যা সামাজিক ভোগ্য বলে বিবেচিত
অন্তত আপামর আশাপ্রেম সার্থক প্রশ্রয় সয়ে নিয়ে
সেই পথে চোখ রেখে পায়ে পায়ে
পারো তো দেখে নিও ডাঁয়ে বাঁয়ে
যতদূর গেছে এই জলরেখা........
জেনো
হৃদয়ে বসত জুড়ে থাকে মনসখা।