অন্তর্দীপ্তি
Poems/কবিতা
ফুল একবার ফুটলে
পরিমল ঘোষ
ফুল একবার ফুটলে
চারিদিকে ছড়িয়ে পড়ে তার গন্ধ,
মৌমাছিরা ছুটে আসে মধুর লোভে।
ফুলের শোভা মানুষকে কাছে টানে,
সকালের প্রসন্ন ফুল তুলে
কেউ-বা অঞ্জলি দেয় দেবতার চরণে,
কেউ-বা সাজিয়ে রাখে ফুলদানিতে।
ফুল একবার ফুটলে
চারিদিকে ছড়িয়ে পড়ে খুশির ঢেউ,
দুঃখের দিন পেরিয়ে
ফুল ফোটানোর আনন্দে
সার্থক হয় গাছের জীবন।
ফুল একবার ফুটলে
কিছু আশা জেগে রয়,
মানুষের জীবনেও রয়েছে
এক অন্তহীন সম্ভাবনা,
বাধা-বিঘ্ন ও যন্ত্রণার পথ ধরেই চলে
ফুল ফোটানোর সাধনা।