অন্তর্দীপ্তি
Others/অন্যান্য
প্রতুল মুখোপাধ্যায়
সুদক্ষিণা
বাংলা ভাষার এক নক্ষত্র ঝরে গেল আবারও। তবে যা রয়ে গেল তা হল ওনার কণ্ঠে গাওয়া গানগুলি। রোগ শরীর কে কাবু করলেও কাবু করতে পারেনি কণ্ঠ কে। তাঁর খালি গলায় গাওয়া গানও মন্ত্র মুগ্ধ করছে বাংলাবাসী কে। তাঁর গান আন্দোলনের গান, লড়াই এর গান,ভালোবাসার গান।
চন্ডীদাস থেকে রাইগুনাকার ভরতচন্দ্র, বঙ্কিমচন্দ্র থেকে শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ থেকে প্রতুল মুখোপাধ্যায় যাদের হাত ধরে বাংলা ভাষা বাঁচে। যাদের কণ্ঠে বাংলা গর্জে ওঠে। তারই ফলস্বরূপ অমর রয়ে যাবে 'পাথরে পাথরে নাচে আগুন',অমর রবে 'যেতে হবে' থেকে 'ভোর'। আর শিল্পী হিসাবে প্রতুল মুখোপাধ্যায় গানের জগতে সর্বদাই অমরত্বের স্থানে থেকে যাবেন। ইংরেজি ভাষার প্রচলন বাড়লেও কোথাও না কোথাও ঠিকই শোনা যাবে 'আমি বাংলায় গান গাই'।