অন্তর্দীপ্তি
Poems/কবিতা
চন্দন বনের কাঠুরে
বিকাশ ভট্টাচার্য
এ কোনো লোকাল ট্রেনের কামরা নয় যে
আসন খালি পেলেই বসে পড়তে হবে
আসন মূল্যবান হলে বসবারও যোগ্যতা লাগে----
এই ভেবে আমরা পরস্পরকে বুকে জড়িয়ে ধরি
শিরোধার্য করে রাখি হৃদয়চন্দন
কিন্তু বুকের ভেতরে এক অদম্য কাঠুরে
শানিত কুড়ুল হাতে
নিরন্তর চন্দন বনে ঘোরাফেরা করে
এই কাঠুরেকে আমরা কমবেশি সকলেই চিনি
কিন্তু কোনো অভিযোগ দায়ের করি না
কারণ এই জঘন্য কাঠুরেটা
কীভাবে যে আগাম জামিন পেয়ে যায় !