প্রথম বর্ষ, পঞ্চম সংখ্যা - বাঁচার অধিকার
Poems/কবিতা
পরিণাম
সৃজা ঘোষ
ফসল ফলানো হাতে প্রতিবাদ পথে নামে ফের
এখানে ক্ষমতা আছে, দাম নেই কোনো জেহাদের
অথচ খিদের কাছে ঋণী যত সুবিধের নাম
কৃষক পায়না জমি অথবা ন্যায্য পরিণাম।
কান্নার সব ধার নিশ্চুপে চড়া সুদে বাড়ে
ভীষণ ক্লান্ত চোখও আগুনে বদলে যেতে পারে
ভেতরে জ্বলছে ক্রোধ, হিসেবে জমছে বঞ্চনা
মিছিলে নামলে আর কোনোকিছু মনে রাখব না।
দল, গদি, নীতি, টাকা ক্রমাগত সুর পাল্টায়
সর্বহারারা দেখে- রাজা আসে আর চলে যায়
টুঁটি চেপে পড়ে থাকে ঘাম আর রক্তের ভাষা
তাই ধুলোটুলো ঝেড়ে প্রতিবাদে ফিরে ফিরে আসা।