প্রথম বর্ষ, পঞ্চম সংখ্যা - বাঁচার অধিকার
Poems/কবিতা
জেগে উঠছে খেত ও খামার
বিপ্লব গঙ্গোপাধ্যায়
ভূমিনীতি কারা লেখে?
মাটিতে ঘামের দাগ কীরকম জ্যামিতিক ছায়া
হয়ে অঙ্কুরের জন্ম দেয়
তুমি কি এসব জানো হিমঘরে বসে থাকা জমির দালাল?
প্রকৃত কৃষক যারা মাটি ভালোবাসে
কাদা গন্ধে সোঁদাগন্ধে বাতাসের গায়ে
লিখে রাখে আগামীর বীজ।
সামন্তপ্রভুরা এসে লুঠ করে নিয়ে যায় খেতের সম্পদ
তুমি তার সেবাদাস কৃষকের রক্ত চুষে খাও।
অনাহারে অর্ধাহারে মরে গেছে প্রিয়তমা নারী,
কাঁদতে কাঁদতে বারবার ঘুমিয়েছে রোগাতুর অপুষ্ট সন্তান
কাকতাড়ুয়া পাহারাদার
কে কেমন পাহারার পরম নমুনা?
আর নয়, জেগে উঠছে দিকে দিকে খেত ও খামার
তাদের রুগ্ন হাড় বজ্র হয়ে শক্তি হয়ে লাঙলের ফালে
নতুনদিনের গান লিখে যায় বিপ্লবী অক্ষরে।