Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

প্রথম বর্ষ, পঞ্চম সংখ্যা - বাঁচার অধিকার

Poems/কবিতা

মাটির অধিকার

ঝুমা সরকার


 

দিগন্তজুড়ে যখন বেঁচে থাকার
বাঁচিয়ে রাখার উন্মাদনা ছুটে বেড়ায়
নিস্তব্ধ নির্লিপ্ত পটভূমির ছায়াপথে
হাহাকার গ্রাস করে চুপিসারে।
উপলব্ধির আলো জ্বেলে প্রতিবাদী শব্দেরা
জবাব চেয়ে মনের আনাচেকানাচে উঁকি দিলে
নিশ্চুপ আমি চিহ্নিত হবার ভয়ে
ভিড়ে মিশে থাকি।

ঘাম-রক্তে ভেজা মাটি ফসলে দু’হাত ভরিয়ে দিলেও
লোভের থাবা ছিনিয়ে নেয় ক্ষুধার্তের মুখের গ্রাস।
বিক্ষুব্ধ জীবন প্রতিবাদী হয়ে উঠতে
দীর্ঘশ্বাস জমা করে বুকের মাঝে
লোভী স্বার্থপর সুবিধাবাদী হাত
নিশ্চিন্ত জীবনের সারল্য কেড়ে নিতে চাইলে
আমার ভীরু কম্পিত হাতেও
অস্ত্র ঝলসে ওঠে গর্জে ওঠে।

যে মাটির বুকে পা রেখে তুমি দিগন্তে হাত বাড়াও
সেই মাটিতে আমাদেরও শেকড় গেঁথে আছে
উপেক্ষা আর অনাহারের আগুনে পুড়ে
তার ক্ষমতা আরও দীর্ঘায়িত হয়েছে
এবার অধিকারের হাতে হাত রেখে
শুধু জ্বলে ওঠবার অপেক্ষায়।