প্রথম বর্ষ, পঞ্চম সংখ্যা - বাঁচার অধিকার
Poems/কবিতা
সময়পর্ব
সুস্মলী দত্ত
এ কেমন দিন, এ কেমন ধারা অচেনা অকাল মেঘ
সিঁদুরি আকাশে ভস্মের ডানা অতিমারী সংক্ষেপ
কী যেন হারাল কোথায় কখন মুহূর্ত গোণে ক্ষণ
এবং শূন্য অথচ শূন্য দাবানল উপবন-
তবুও ছুটছি মানুষ মরছে চাপচাপ ঘন লাল
রক্ত নোনতা আবছা জোনাকি বুনেছে কী উত্তাল
এর ঘরে শোক, ওর ঘরে শোক দুঃখ সর্বনাশ
অনাহার আর অসৎসঙ্গে ধ্বংস পূর্বাভাস।
তবুও ভাঙেনি ধৈর্যের বাঁধ অনড় অটুট দিশা
হয়তো কাটবে হয়তো মুছবে একদিন অমানিশা
বাঁচব আবার হাসবে আবার বিগত দুঃসময়
মনুষ্যত্বজ্ঞানের প্রদীপ জ্বলে ওঠা অক্ষয়।