প্রথম বর্ষ, পঞ্চম সংখ্যা - বাঁচার অধিকার
Poems/কবিতা
সারাৎসার
অভিজিৎ বিশ্বাস
অন্ধকারকে বুকে আগলে রাখতে রাখতে
ভুলেই গেছি শেষ কবে ভিজেছিলাম বনজ্যোৎস্নায়,
অনেক হেরেছি প্রতিদিন, যুদ্ধজয়ের দিন আজ সমাগত
অসুখের অহংকার আর নয়, নয় আর ভুলের মাশুল;
সঞ্চিত সব দুঃখগুলি নিয়ে বিষণ্ণ বাতিস্তম্ভে জ্বেলে দিই আলো,
তোলপাড় শিহরনে নক্ষত্র পতনের খেলাখেলি এইরাতে
ছন্দে আর লয়ে ছিনিয়ে আনি প্রার্থিত অন্ত্যমিল।
এসব ভাবতে ভাবতেই কখন ভোর হয়ে যায়,
শীতার্ত রাত্রিতে যতই লিখি না কাব্য, হৈমন্তিক যত সংলাপ,
জানি সে ফিরবেনা আর অন্য কোনো প্রশ্রয়ে,
পাণ্ডুলিপি ছাড়া কিছু থাকবেনা আর, বিগত জন্মের কিছু স্মৃতিচিহ্ন,
নির্বাপিত আগুনে আমি একজীবনের সমিধ সঞ্চয় করি।