প্রথম বর্ষ, পঞ্চম সংখ্যা - বাঁচার অধিকার
Poems/কবিতা
লন্ঠন
তাপস মিত্র
একটা লন্ঠন দরকার
নির্ভরতা পথের দু’পাশে উজ্জ্বল বাতি নয়।
উৎসবের আলোকসজ্জা মাইক্রোফোনে যারা
আলোর বিজ্ঞাপন দেয়,
প্রতিদিন যাদের সাথে উঠি বসি,
বন্ধুত্বের জাল বুনি…
কথকতা সমুদ্রের ধারে দাঁড়িয়ে; হাতে হাত লাল সূর্য
সম্পর্ক বাসি হলে মনে হয় রিক্রিয়েশন
বুকের মধ্যে এখন আর গর্জন শুনিনা।
বুঝতে পারিনা, সত্যিই সূর্যোদয়ের দেশ আছে কিনা
কার কাছে সমর্পণ!
যেদিকে তাকাই বিসর্জনের চৈত্রমাস...ধুলোওড়ে...
আমাদের বেঁচে থাকার জন্য একটা লন্ঠনের বড় দরকার।