Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

প্রথম বর্ষ, পঞ্চম সংখ্যা - বাঁচার অধিকার

Poems/কবিতা

অধিকার

লিপিকা চট্টোপাধ্যায়


 

 
তোমরা দেখোনি সূর্যের উদ্ভাস
কত দুরন্ত জাগরণ ভরা চোখ।
ওরা বেঁচে আছে ইতিহাস বুকে নিয়ে,
যতই তোমরা শানাও অস্ত্র, নখ।

তোমার লাঠিতে, গুলিতে অক্ষমতা
সিংহাসনের ভেতরে ধরেছে ঘুণ
ফসলের দাবি সৃজনে ও সংগ্রামে
সময় বাঁধছে ওদের রক্তে তূণ

লক্ষ মুঠোর প্রতিবাদ - পুঁজিবাদ
লড়াই এখন প্রাণের অঙ্গীকার

জমাট বাঁধছে অবিরাম অপমান
মিছিলের হাতে রৌদ্রের হাতিয়ার।

রক্তচক্ষু অপরাধ ধামাচাপা
রাখতে চাইছে অনেক সুকৌশলে,
নোনাঘামে জেনো স্বাধীন আমার দেশ,
রোয়া ধানবোনে স্বপ্নচেরাগ জ্বেলে।

সে স্বপ্নে আছে শিরাছেঁড়া যন্ত্রণা,
অনাদর আর অবজ্ঞা জাত বিষ।
ঢেউয়ে ঢেউয়ে সোচ্চার পথেঘাটে
বুকের বারুদ জ্বলবে অহর্নিশ।