প্রথম বর্ষ, পঞ্চম সংখ্যা - বাঁচার অধিকার
Poems/কবিতা
এ ছবি এঁকোনা তো আর
দিলীপ বসু
এ মূর্তি রঁদ্যা গড়েছিল “রাইনের” ধারে।
কল্লোলিত কলাকেন্দ্রে অজস্র চুম্বনের স্বাদে,
স্বর্গ – মাটি আর চাঁদের পাথরে গাঢ় আহ্লাদে।
অসুস্থ পৃথিবীর ছায়া অলকানন্দা জলে, বড় সংশয়ে রেখেছে তোমাকে,
রেখেছে তোমাকে নক্ষত্রবীথির অভয়নগরে।
এখনও অনক্ষয়িত তুমি খাজুরাহে, লীলায়িত ধ্রুপদী
মায়ার মতো – স্থাপত্যের শৃঙ্গারভাণ্ডারে,
সুন্দরের যদি ক্ষয় হয় – হয় যদি সত্যের বিলয়,
তবে তোমার স্বর্গভূমি মহার্ঘ “ভেনিস” হবে ছাই,
বীভৎস ভাস্কর্য উড়বে ধ্বস্ত বাতাসে।
ক্লিওপেট্রা সুন্দর হবে রেণুর কঙ্কালে,
ধাত্রীর স্নেহ নিয়ে আজ ভাটিকানে---পোপ তুমিও কাঙাল!
আবেদন তোমারঃ স্তম্ভিত মৃত্যু-পীঠে
আর এঁকোনা গো ছবি,
হে মহাকাল, যা নাম,
“দি লাষ্ট সাপার”।।