প্রথম বর্ষ, পঞ্চম সংখ্যা - বাঁচার অধিকার
Poems/কবিতা
কাস্তের সাথে
সরিত ঘোষ
পৌষালী দিন দ্বারেতে সমাগত,
কিষাণ-কিষাণী কাস্তেতে কাটে ধান-
সোনালী শস্য, খামারেতে সংহত,
একসাথে গায়, নবান্ন সুখে গান।
ধানকাটা, আর ধানঝাড়া পাশাপাশি,
মরাইবাঁধা, খড়ের পালুইবাঁধা-
ভাবী স্বপ্নের, পূরণের প্রত্যাশী,
দু’চোখের হাসি, পিছনে ফেলেছে কাঁদা।
পিছনে অতীত ফসলের দামে ভাঁটা,
অনাহারে প্রাণ দিয়েছে কত না সাথী-
আঁধারিত রাত, বুকেতে বেঁধানো কাঁটা,
শপথে আগুন, জ্বালবে নতুন বাতি।
দস্যুরদল এখনও যে তৎপর,
কেড়ে নিতে চায় ফসলের অধিকার-
দেশ জুড়ে ডাক তুলেছে হৃদয়ে ঝড়,
আঁধার সরানো আলোকিত হুঙ্কার।
বন্ধু তুমি কি সাথী হবে প্রান্তরে,
কাস্তের সাথে আগমনী গান গাবে-
তাহলে জানাই, কোটি কোটি অন্তরে,
এসো মিলি আজ, প্রাপ্তির উৎসবে।
(দেশজোড়া কৃষক আন্দোলনের প্রেক্ষিতে, এ রচনা উৎসর্গীকৃত।)