প্রথম বর্ষ, পঞ্চম সংখ্যা - বাঁচার অধিকার
Poems/কবিতা
দাম্ভিক শয়তান
তনুজা চক্রবর্তী
কৃষিবিল নাম দিয়ে রাজা তাজা প্রাণ চায়,
দেশবাসী গলা ছেড়ে বলে নাতো হায়হায় !
চাঁদ তারা লাজে মরে লয় ভেঙে ওঠে শ্বাস,
দেশজুড়ে মৃতমুখ ঘরে ঘরে পোড়ে লাশ।
কৃষকের ঘুম কেড়ে লেখা হবে ইতিহাস,
‘ভালোদিন’ দেখানোর নামে জোটে পরিহাস!
জলে ভিজে রোদে পুড়ে অন্নের সম্মান,
রাখে যারা পথে পড়ে সয় শত অপমান।
তাও বলে অসময়ে ঝরে যায় যাক প্রাণ,
রাজা কেন দমবেন দাম্ভিক শয়তান।
পুড়বেনা কেউ আর রোষানলে ক্ষমতার,
মানুষের মুখ জাগে নয় কেউ অবতার।
পাশে আছে পরিবার, পরিজন মানবিক
যত খুশি গর্জাক, নীতি হোক দানবিক।
অশোকের বন নয়, লেজ দেখে পাবে ভয়,
সত্যের কাঁটা পথ, সংগ্রাম আনে জয়।