Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

প্রথম বর্ষ, পঞ্চম সংখ্যা - বাঁচার অধিকার

Poems/কবিতা

জীবনেতিহাস

অমল কর


 

ভুবনায়নের পটচিত্রে সময় মানুষ সমাজ সাহিত্য নিয়ে
কত অনুসন্ধিৎসা কত অজানা মুক্তোর নিষ্ঠতত্ত্বতালাশ...
জীবন লিখব বলেই জীবন খুঁজতে আমারও উন্মন পথচলা
এতবড়ো পৃথিবীর এতটুকু আমি কতটুকু আনাচকানাচ
প্রান্তর দেখেছি, ক-জন মানুষের সান্নিধ্যে এসে
কতটুকু প্রোথিত শেকড় স্মৃতির অ্যালবামে
কথঞ্চিৎ গ্ৰোথিত তার কৌতুক।

জীবনটাই আসলে এক বিশাল অসমাপ্ত অপঠিত গ্ৰন্থ
একজীবনে তার কিছুই হয়ে ওঠেনা আদপে তা সম্ভব নয় বলে।
ভাস্কো-দা-গামা পারেননি ভূপর্যটন সমাপ্ত করতে,
ইবন বতুতা লিখে যেতে পারেননি তাঁর সব অভিজ্ঞতা,
ফা-হিয়েনের থেকে গেছে অনেক অনুক্ত অব্যক্ত প্রাণকথা,
ও হেনরি কি পেরেছেন সব জীবনকাহিনী লিখে রাখতে

মহেন-জো-দারো হরপ্পার কাল থেকে অশোক-লিপি
কত যে অপরিজ্ঞাত থেকে গেল ইতিহাসে!

মানুষের প্রতি ভালোবাসা অনুসূত রয়েছে
অনপনেয় দুর্মর এক অলঙ্ঘ্য আশাবাদে

জীবনেতিহাস লিখব বলে ইতিহাস ঘেঁটেঘেঁটে
ইতিহাসে হেঁটে হেঁটে নিরন্তর শুধুই
হাঁটছি পথ অনুসন্ধিৎসু আমি দিগন্ত থেকে অনন্তে;
পথভ্রান্ত দিগভ্রান্ত শ্রান্তক্লান্ত কেঁদে ওঠা জীবনে
কাঁধের উপর জিজ্ঞাসাঃ ও জীবন! দুঃসহ দুঃখ দিলে হে বড়!
ভায়োলিনে বেজে ওঠে এক বুক তৃষ্ণার করুণ মর্মনাদ।