Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

প্রথম বর্ষ, পঞ্চম সংখ্যা - বাঁচার অধিকার

Poems/কবিতা

কৃষক কুচকাওয়াজ

অংকুর রায়



 

প্রজাতন্ত্র ! প্রজাতন্ত্র !
দেশের প্রজা কারা ?
চাষী , মজুর , খেটে খাওয়া 
যত সর্বহারা ।

প্রজাতন্ত্র ! প্রজাতন্ত্র !
প্রজারা গেল কই ?
প্রজারা গেছে কুচকাওয়াজে
ট্রাক্টরেতে ঐ ।

কুচকাওয়াজ তো করে জানি 
দেশের সেনাবাহিনী,
প্রজাতন্ত্র লিখলো দেখি
নতুন এক কাহিনী !

সৈন্যরা সব রাজার গোলাম 
রাজা তাদের পোষে,
প্রজারা করে কুচকাওয়াজ 
রাজার ওপর রোষে ।

প্রজাতন্ত্র ! প্রজাতন্ত্র !
কৃষক কুচকাওয়াজ ।
ট্রাক্টরে আজ ইনকিলাবের 
শিকল ভাঙার আওয়াজ ।