প্রথম বর্ষ, পঞ্চম সংখ্যা - বাঁচার অধিকার
Poems/কবিতা
ক্ষমা করো মা
শান্তনু বন্দোপাধ্যায়
পৃথিবীটা চায় বাঁচতে আবার
দূষণ কে পিছে ফেলে
মা চায় তার কোলের শিশুকে
আবার নিজের কোলে।
মাটঘাট যত ভরে গেছে জলে
পাখি গুলো সব চলে গেছে দুরে
চেনা সুর যত হয়েছে অচেনা
আকাশ উঠেছে কালো মেঘে ভরে।
আর ভুল নয়, কখনোই নয়
ছাড়িয়ে ছিল সীমা
ধরিত্রী মাগো এবারের মত
করে দাও তুমি ক্ষমা;
কেউ নেই আজ মানুষের পাশে,
একা বসে কাঁদে, ভাগ্যের পরিহাসে
মাগো,এবারের মত ক্ষমা করে দাও
ভুল করবনা আর কক্ষনো
তোমাকে রাখব আদরে যতনে
মায়ের মতোই জেনো।
ভাসছে পৃথিবী ঝড়ে বন্যায়
পাপে ও সর্বনাশে
মাগো, এইবার ফিরে এসো তুমি
দাঁড়াও মোদের পাশে।।