প্রথম বর্ষ চতুর্থ সংখ্যা - শারদীয়া, ২০২০
Poems/কবিতা
মহামারির ফাঁদে
শান্তনু বন্দোপাধ্যায়
ছেলেটা আগে স্কুলে যেত
এখন তো কই যায় না!
সকাল হলে খেতে পেত
এখন খেতে পায় না।
স্কুলের বাস আসত ভোরে,
হর্ন বাজাত জোরে জোরে,
হাঁকতো হারু কাকা,
“দৌড়ে এসো, দেরি কোর না,
রাস্তা এখন ফাঁকা!”
দুপুর এখন ঘুমিয়ে কাটে,
বিকালে যাই না মাঠে;
চাকরির খোঁজে বাবা এখন,
সকাল সন্ধ্যা হাঁটে।
সন্ধ্যা হলে ফুল কাকু
চকলেট দিত রোজ
সন্ধ্যা তো হয় রোজই
পাই না কাকুর খোঁজ।
এখন ঘুমিয়ে আমি অঙ্ক কষি,
ডিজিটাল মাস্টার।
দুইয়ে দুইয়ে হয় না এখন
আগের মতো চার
মায়ের দেখে বোনটা এখন
যখন তখন কাঁদে,
আমরা এখন মহামারীর
কঠিনতম ফাঁদে;
হাত ধুচ্ছি যখন তখন,
মাখছি স্যানিটাইজার,
জানি না কখন ভাত আসবে –
খিদের উপহার ।