প্রথম বর্ষ তৃতীয় সংখ্যা - সেপ্টেম্বর, ২০২০
Poems/কবিতা
নয়না বরসে রিমঝিম রিমঝিম
ঊষসী ভট্টাচার্য
ট্যাক্সি যখন বিপদগামী আপতকালীন সহনশীল
উচ্চবেগের নিম্নচাপে আটকে থাকা কী মুশকিল!
জানেন কেন দাঁড়িয়ে ছিলাম? কেন দাঁড়ায় থমকে মেঘ?
পিছন ফিরে তাকাতে হয়, পিছুটানের এ অভ্যেস!
হিচকক আর ফেলিনি ত্রুফো গল্প বলেন সেন মৃণাল
দালির রঙে পাবলো ভাসেন বিপ্লবে তো ‘দাস ক্যাপিটাল’।
রক্ষাকবচ সাহায্য জন, কেউই কারুর হয়না আদেও
শীত কাঁপুনি জ্বর সেরে যায় অজস্র বা এক মাঘেও
নগর গাঁয়ের সংকীর্তন কিং করেগা বিমূঢ়?
এক অপেক্ষা বারুদ মেখে, এক মিনিটেই সম্পূর্ণ।
না-খাওয়া চিজ্ গলতে থাকে পুড়ে বাঁচা স্যান্ডুইচ
একটি চোরে দরজা ভাঙে, আলিবাবার ফাঁক চিচিং।
ট্যাক্সি তখন টালা ব্রিজে বিপদমুখী পদ্মজল
ঠিক তখনই বৃষ্টি নামে, দূরত্বরাই মেঘাঞ্চল।