প্রথম বর্ষ তৃতীয় সংখ্যা - সেপ্টেম্বর, ২০২০
Poems/কবিতা
রক্ষক
বিজয় বর্ধন
কাঁটা দিয়ে হিসেবের কাটাকুটি খেলছো,
আর্থিক দরজাটা কোনদিকে খুলছো!
চৈনিক ক্ষুধা আর মার্কিনী হুমকি,
এই নিয়ে খেলা করো! এটা কিছু কম কি!
এত বোঝা মাথাতে, কিছুতে কি রাখা যায়,
ব্যাঙ্ক-বিমা-বিমানের ঠিকা কিছু দেওয়া যায়।
খরচা বাঁচাতে তাই জোর দাও কৃষিতে,
শিক্ষার সবটুকু ঢেলে দাও মাটিতে।
মাটি বলে এত লোক, কত চাপ নেওয়া যায়!
মাথা ঠিক খাটালে বেগুনি তো ভাজা যায়।
সঙ্কটে গবেষক, ছাত্র ও শিক্ষক -
চিন্তার কিছু নেই, তোমরাই রক্ষক।