Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

প্রথম বর্ষ তৃতীয় সংখ্যা - সেপ্টেম্বর, ২০২০

Poems/কবিতা

বর্ষার প্রখর রোদ

পবিত্র সরকার


বর্ষার প্রখর রোদ, তোমাকে কী সূত্রে বন্ধু ভাবি?
বৃদ্ধের শরীরে স্বেদ নামে, সঙ্গে নামে অবসাদ;
তুমি কি এই নির্যাতনে খুশি হও? চালচলন এতটা নবাবি?
মানুষের সুখেদুঃখে হুঁশ নেই? আমার মেটে না বৃষ্টিসাধ।

আমি বর্ষাসুখ চাই; আষাঢ়-শ্রাবণে হোক অন্তত,
মেঘ ও বিদ্যুৎ চাই, চাই বজ্র প্রবল, গম্ভীর;
কিন্তু ও দাপুটে রৌদ্র, তুমি আত্মপ্রকল্পে উদ্ধত,
সব প্রতিহত করো, মাটি থাকে শুষ্ক পৃথিবীর।

বর্ষার প্রখর রোদ, করো এ প্রভুত্ব প্রশমন।
বৃষ্টির কপাট কেন বন্ধ রাখো বিকৃত উৎসাহে?
মেঘের ও সিংহদ্বার খুলে দাও, নামুক বর্ষণ,
আমাকে কোরো না দগ্ধ তীব্র নীল আকাশ-কটাহে।

বৃষ্টি হোক এ শহরে, মৃত্তিকার হোক ধারাস্নান;
বৃক্ষলতা শুধু নয়, প্রাণও চায় বর্ষাপরিত্রাণ।