Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

প্রথম বর্ষ তৃতীয় সংখ্যা - সেপ্টেম্বর, ২০২০

Poems/কবিতা

কাগজ ও কলম

দীপক বন্দ্যোপাধ্যায়


কাগজ-কলম
তোমাদের সাথে কিছু কথা আছে,
বলবো গোপনে, বলবো একান্তে।

কাগজ,
কেমন করে জমিয়ে রাখো তোমার বুকে,
কত অজানা শত শতাব্দীর বেদনা,
কত অমর কাহিনী,
যুগ যুগ ধরে।
পাথর সরিয়ে নাও বুক থেকে,
প্রকাশ করে দাও সে সব সংবাদ
জনসমক্ষে।
জনমনে দাগ কাটুক, জনগণ জেগে উঠুক
তুমি - আমি রয়েছি যার অপেক্ষায়।

কলম,
তুমি তো জমিয়ে রাখো না বুকে
জমিয়ে রাখো শুধু মুখে।
খোচা খেয়ে, সময়ে সময়ে
অনেক কথা
বলে যাও তুমি
নিজের মত করে
কাগজ-কলম,
তোমরা কি জানো দেশে
সর্বনাশ আসছে নেমে।
বড় দুঃসময় এগিয়ে আসছে।
করছে গ্রাস দিকে দিকে শুধু ত্রাস।
ফ্যাসিস্ট শক্তি যদি চেপে বসে একাকার
কেউ পাবো না নিস্তার।

কাগজ-কলম,
দায়িত্ব পালন কর,
রুখে দাঁড়াও, জাগিয়ে তোল মানুষকে।
আমার অঙ্গীকার, তোমাদের ফেলে
যাবো না কখনো
কোনো নিরাপদ ধামে।