প্রথম বর্ষ তৃতীয় সংখ্যা - সেপ্টেম্বর, ২০২০
Poems/কবিতা
বইবন্দী
অঙ্কুর রায়
ইকির মিকির ফন্দি ফিকির
আঁটছে যত সব পণ্ডিতে!
আগডুম বাগডুম বইডুম সাজাও
যদি চাও বুদ্ধি শান দিতে।
আপন বাপন বুদ্ধি মাপন
ভোকাট্টা হল মাঠ আকাশ,
কম্পিউটারেই ইচিং বিচিং
বাইরে কেন আর তাকাস।
আইকম বাইকম বিজ্ঞান ডটকম
ইতিহাস ভূগোলের বইবন্দী!
রাতদিন পড়লেই হয়ে যায় বুঝি
পরম ও অর্থের স্বরসন্ধি?