প্রথম বর্ষ তৃতীয় সংখ্যা - সেপ্টেম্বর, ২০২০
Poems/কবিতা
তফাত
সৃজা ঘোষ
তোমার শিক্ষা বলছে, তফাত আছে
আমার শিক্ষা খুঁজেছে অন্তঃমিলই
সমালোচনার পরিসর জুড়ে তুমি
কাগজ, কেবল কাগজ করেছ বিলি!
তোমার শিক্ষা বলেছে, যুদ্ধ জারি
আমার শিক্ষা মুখোমুখি বসা চায়,
কত ঘাম আর রক্ত বিফলে গেলে
ক্ষমা এইভাবে টাকাতে মিলিয়ে যায়?
তোমার শিক্ষা ধর্ম বলেছে যেই,
আমার শিক্ষা শুনেছে মানুষ আগে,
আজও এক পেট খিদেকে মেটাতে হলে
দু’মুঠো ভাত আর একটু আগুন লাগে।
তোমার শিক্ষা বানাতো কর্মসূচি,
আমার শিক্ষা নেমে পড়েছিল কাজে;
অধিকারবোধ ক্ষমতা বোঝে না।
প্রিয়,
মানুষ বাঁচে না আন্দাজে আন্দাজে।
তোমার শিক্ষা বলে যাকে ছুঁতে নেই,
আমার শিক্ষা তাকে নিয়ে বসে পাশে।
তোমার শিক্ষা প্রচারিত... মাধ্যমে...
আমার শিক্ষা পথে ধুলো মেখে হাসে
তোমার শিক্ষা আক্রমণের রীতি,
আমার শিক্ষা সংযম ও বিনয়;
তোমার যেটুকু আপোসেই চলে আসে
আমার সেটাই অর্জিত হতে হয়।
তোমার শিক্ষা বিভেদের রাজনীতি,
আমার শিক্ষা সংখ্যালঘুর ভাষা,
তোমার শিক্ষা ঘৃণাকে ছড়িয়ে দিলে
আমার শিক্ষা তাকে গড়ে ভালবাসায়।