প্রথম বর্ষ তৃতীয় সংখ্যা - সেপ্টেম্বর, ২০২০
Poems/কবিতা
ল্যাপটপে পড়া
শান্তনু বন্দ্যোপাধ্যায়
ইস্কুল বন্ধ, ল্যাপটপ খোলা
পড়াশোনা চলছে নেই কানম’লা।
আগে এলে দিদিমণি, মা দিত চা,
এখন দিদিমনি আসে, চা আসেনা।
আগে এলে দেখতাম কপালের টিপ;
লাল টুকটুকেএক জোড়া লিপ।
এখন তাকিয়ে দেখি ল্যাপটপ স্ক্রিন
অবশেষে মাথা ঘুরে, গা ঘিনঘিন।
মা বলে, উঠে পড় টিফিন তো নেই,
অনলাইনের পড়া, এমন হবেই।
এবার পুজোয় মোরা কোথাও যাব না।
বাবা মা দুজনেই ছুটি পাবেনা।
তোমরা ছোটরা যেখানেই যাবে,
মনে করে মুখেতে মাস্ক পরে নেবে।
দুর্গাও আসবে যে মুখে পরে মাস্ক
এই বেলা করে রেখো যত হোম টাস্ক।
মা’র শ্বাসের দিকে খেয়ালটা রেখো,
জোরে জোরে শ্বাস নিলে ডাক্তার ডেকো।
পারলে কোন হোমে বেড বুক রেখো
মা যেন কষ্ট পায়নাকো দেখো।