প্রথম বর্ষ দ্বিতীয় সংখ্যা - আগস্ট, ২০২০
Poems/কবিতা
নিউ নরম্যাল
অরূপরতন আচার্য্য
নিউ নরম্যাল নিউ নরম্যাল
কেমন তোমার ধারা
বাকি সব অ্যাবনরম্যাল
জি এস টি-টা ছাড়া!
নিউ নরম্যাল নিউ নরম্যাল
তোমারও এক বিচার
ধণী-গরীব হিসেবে বেড
হবে কত নীচ আর!
নিউ নরম্যাল নিউ নরম্যাল
খোঁজ নিয়েছ তাদের?
পরিযায়ী বলে পথ হাঁটিয়ে
আড়াল করছ যাদের!
নিউ নরম্যাল নিউ নরম্যাল
তুমিও রঙ চেনো?
অসুখ-বিসুখ বালাই ষাট
আগে তো ভোট কেনো!
নিউ নরম্যাল নিউ নরম্যাল
তুমিও শানাও অস্ত্র
ধর্মের নামে রাজনীতি করে
বিলাও অন্ন বস্ত্র!
নিউ নরম্যাল নিউ নরম্যাল
কেমন তোমার বিধান
অতিমারী তটে এঁকে রাখো বটে
ভূমি পূজনের নিদান!
নিউ নরম্যাল নিউ নরম্যাল
ওষুধের হাতছানি
তথ্যভারে জর্জরিত
না থাক দানাপানি!
নিউ নরম্যাল নিউ নরম্যাল
নতুন করে গড়ো না
দুরত্ব হোক স্রেফ শারীরিক
ঘুচে যাক এই করোনা।