প্রথম বর্ষ দ্বিতীয় সংখ্যা - আগস্ট, ২০২০
Poems/কবিতা
কবিতাগুচ্ছ - হাঁটতে হাঁটতে
অঙ্কুর রায়
কবিতাগুচ্ছ
হাঁটতে হাঁটতে
অঙ্কুর রায়
(১)
হাঁটছে আজ আমার ভারত
হাঁটছে দেখো আমার ভারত
মৃত্যুযোজন পথ,
তার জন্যে রাখেনি কেউ
হস্তী অশ্ব রথ।
ফিরছে গৃহে ভারতী আমার
ত্রস্ত মধুমাসে,
তোমরা গৃহবন্দি-সুখে
ওরা সর্বনাশে।
ফিরছে ভারত নিজের গাঁয়ে
হারিয়েছে বাপ কাজ,
ক্ষুধায় পাথর তৃষ্ণাকাতর
বাঁচে কি মরে আজ।
ভীত তুমি ঘরের কোণে
মারণ ভাইরাসে,
ভুলে গেলে কলুষতা
ছড়িয়েছ নিঃশ্বাসে।
হাঁটছে আমার গরীব ভারত
তৃষ্ণাকাতর পথ,
তার জন্যে মৃত্যু আসে
সাজিয়ে ক্ষুধা রথ।।
(২)
তবুও হাঁটো দেশ
হাঁটতে হাঁটতে ভারত আমার
মৃত্যুযোজন পথে,
দখিন দুয়ার পার করেছে
নিরন্নমুখ ব্রতে।
হাঁটতে হাঁটতে হাঁটতে হাঁটতে
হবে না ফেরা ঘরে।
বিষ্ণুপদে স্থান তো হবে
নির্জলা প্রান্তরে।
মহামারীর, উপবাসের
জানি না কোথায় শেষ,
তবুও বলি চরৈবেতি
থেমো না আমার দেশ...।