প্রথম বর্ষ দ্বিতীয় সংখ্যা - আগস্ট, ২০২০
Poems/কবিতা
এই অবেলার গান
উষশী ভট্টাচার্য
বৃষ্টি পড়ে টাপুরটুপুর বিহান নদীর ধারে
এই দিকে এই কালো মেঘে আবছা অন্ধকারে -
আবহমান দিগন্তনীল কেউ থাকে না ভালো,
কোথায় দেখলে প্রসার বীথি, অমানিশায় আলো?
জ্যোৎস্নাবিহীন আলোক সেতু, মাঝরাতেতে তারা
ছিল সবাই,কোথায় যে যায়, থাকবে বলে যারা!
বর্ষা দিনে তোমায় দেখে মর্মে জাগে সুর
মুখোশ পরা দিনগুলোতে দুই চোখে রোদ্দুর।
জ্বলতে নিভতে পুড়তে থাকা ভাইরাসের এই ঘর
আমফানে কী? রোজ এখানে জীবন বিমুখ ঝড়।
বর্ষা দিনে মর্মে জাগে বিহান বেলার গান
ভয়ানক এই মারীর কালে ঘর নিল আম-ফান।
বৃষ্টি পড়ে টাপুরটুপুর, ভুখা পেটের মাসে
পরিযায়ীর রক্ত পায়ে বর্ষা বিকেল আসে
বৃষ্টি এলে মনে পড়ে এই অবেলার গান
রাষ্ট্র জেতে পাশার বাজি, বুলবুলি খায় ধান।