প্রথম বর্ষ দ্বিতীয় সংখ্যা - আগস্ট, ২০২০
Poems/কবিতা
ব্যাধি ও বিগ্রহ
পায়েল মাইতি
করোনার মারণ রাজে
বিশ্ব আবহ যুদ্ধ সাজে।
অস্থিরময় চিত্র চারিপাশে
অতিমারী ভয়াল বেশে।
কঠিন এক লড়াই নিয়ত
জীবন-মৃত্যু দ্বন্দ্ব মধ্যে রত।।
ভাইরাসের এই বেড়াজালে
বিপন্ন আজ আমরা সকলে।
দুরত্ব ও আবদ্ধতার কাঁটাতার
বন্দীদশার প্রবল জেরবার।
আতঙ্কের আঁচে উদ্বিগ্ন মন
শঙ্কাময়তায় ভীত সর্বক্ষণ।।
প্রাণযুদ্ধের এই বিপর্যয়
হবে সকল কিছুর অবক্ষয়
যুদ্ধ আমরা করব জয়।।