প্রথম বর্ষ দ্বিতীয় সংখ্যা - আগস্ট, ২০২০
Poems/কবিতা
সময়ের স্রোত
মন্দিরা ঘোষাল
সময় জলের মতো
জলবিভাজিকা যত বিচ্ছিন্ন সময়
বয়ে যায়
সময়ের সাথে সাথে উঠে আসে
লতাগুল্ম
পায়ে পায়ে জড়ায় তোমাকে
স্মৃতির সৌরভ
ফিরে ফিরে আসে
সময় জলের মত
বয়ে আনে আনন্দ-বিষাদ।
তুমি তো উজানে
পিছনের জলরেখা ঢেউ হয়ে ভেঙে পড়ে
মুঝে যায় তট
তুমি আছো উজানের নিবিড় সন্ধানে
তাই জল - তাই স্রোত-স্রোত বহমান।