প্রথম বর্ষ দ্বিতীয় সংখ্যা - আগস্ট, ২০২০
Poems/কবিতা
করাল করোনা
বিজয় বর্ধন
শয্যাও ছিল, সাজ-পাটও ছিল সাথে,
পি-পি-ইও ছিল, নীল-সাদা বাড়িটাতে।
খালি ট্রলি নিয়ে ছোটা-ছুটি ছিল,
ড্রাইভারও ছিল কাছে,
ঘৃণায় কেবল রুগী পরেছিল,
পাতালের দরজাতে।
স্বজন হারানো কান্নায় কত
জনে-জনে আবদার,
পদে-পদে প্রিয়া বুঝেছে সেদিন -
মৃত্যুর কারবার।
মৃত্যুঞ্জয়ী হয়েছি আমরা -
কথাবলি ভারি-ভারি,
সকলের দোরে কড়া নেড়ে গেছে
কাকে বলে অতিমারি।