Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

প্রথম বর্ষ দ্বিতীয় সংখ্যা - আগস্ট, ২০২০

Poems/কবিতা

সৃষ্টির আনন্দ

ডঃ অসীম কুমার মান্না


গরীবের ঘরে জন্ম হলে
কিসে দুঃখ তায়?
সোনার চামচ মুখে করে
সবাই কি জন্মায়?
কষ্ট কে মনে করলেই
মনোকষ্ট হয়-
সব অবস্থাকে তুচ্ছ করে
করতে হবে জয়।
হারাতে নেই কখনও
নিজের উপর আস্থা -
সব সমস্যারই আছে
সমাধানের রাস্তা।
সহজে যেটা পাওয়া যায়
সেটা পাওয়া নয় -
সত্যি কিছু পেতে হলে
কষ্ট করতে হয়।
কষ্ট করে কিছু পেলে
যে আনন্দ হয় -
সহজে তা পেয়ে গেলে
হয় কি নিজের জয়?
লুকিয়ে থাকা স্বপ্নগুলো
মূর্ত যখন হয় -
গর্বে বুকটা ভরে ওঠে
যা ভাষায় ব্যক্ত নয়।
নিজহাতে গড়ার মধ্যে
মনের যে তৃপ্তি -
প্রাপ্ত ধনে কখনও
হয় না সে অনুভূতি।
নিজের সৃষ্টিতে নিজেই
হও যে কারিগর -
পৃথিবীতে রেখে যাও
স্বীয় সাফল্যের স্বাক্ষর।