Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

প্রথম বর্ষ দ্বিতীয় সংখ্যা - আগস্ট, ২০২০

Poems/কবিতা

তবুও অবোধ

সরিত ঘোষ


মহামারী আজও ছেয়ে আছে দেশময়, বুভুক্ষা ছায়ে নগর-গ্রামের পর-
তবুও অবোধ গ্লানি মাখে নিজ গায়ে, অধর্ম মোহে অনেকেই জর্জর।

ধর্মের রূপ আজিও নাহিকো জানে, দেবালয় গড়া আশু কাজ বলে ভাবে,
মন্দির আর মসজিদ কোলাহলে, সঙ্কট আরও ঘনায় মৃত্যু রবে।

যারা জানে না এ দেশের অতীত গাথা, নানা ভাষা,নানা মতের সমন্বয়-
বিবেকানন্দ, কবীর, যীশুর কথা, এ ভূমের পরে জাগ্রত অন্বয়।

সহিষ্ণুতা পারস্পরিক বোধ,ঐতিহ্যের পরম্পরায় বলি,
নিজ ইতিহাস গৌরব করি রোধ,মানবতা রূপ দিয়েছে জলাঞ্জলি।

অধিকাংশই স্রোতে ভেসে চলা প্রাণ,আঁকড়িতে চায়, স্রোতের কলুষ কালো-
বিধাতার কাছে রাখিনু এ অঞ্জলি, জ্বালো এ আঁধারে, চেতনায় রাঙা আলো।