প্রথম বর্ষ দ্বিতীয় সংখ্যা - আগস্ট, ২০২০
Poems/কবিতা
স্মরণে হেমন্ত
শিবানী নাগ
নরম আলোর রোদ
পড়ন্ত বিকেল,
হাল্কা ঠান্ডা আমেজ
খেলে ছুঁইছুঁই।
শিমুল, কৃষ্ণচূড়া হেসে ওঠে কই!
এসময়ে যাঁর গান -
অনেকেরই সাথে
মনের জানালা দেয় খুলে,
আসবে বলে,
চুপিচুপি কড়া নাড়ে
হৃদয়ে বসন্ত,
তিনিই হেমন্ত।
তখন বোধহয় হবে
ত্রিশের দশক।
ধুতি-শার্ট পরিহিত
শোভন যুবক,
গানের জগতে এলেন
নবীন গায়ক।
পথ হারাবার ছলে
সরণি বদল -
সুরের মায়ায় হলো
স্বপ্ন সফল।
ভরাট-দরাজ কণ্ঠে
উদাত্ত সুর,
গভীর সুরেলা যেন
মেঘ মেদুর -
নেই কোনও কারিকুরি
গমক আর মীড়ে,
মন জয় করলেন
সহজিয়া সুরে।
গানের পথিক তিনি
থামেনি চরণ,
শ্রোতার হৃদয় তাঁকে
করল বরণ।
অনেক দিনের পরে
বধূঁয়া এলে -
ভিজে যায় মন,
বৃষ্টিতে ভেজে।
তাঁর গানের ভেলায়
ভেসে ভেসে,
তাঁর সুরের স্রোতে
করে অবগাহন।
মোহন বাঁশিও যে খোঁজে
সেই সুর,
ছন্দে প্রিয়ার নূপুর!
না-বলা কথার ভিড়ে,
মনের আকাশে
জমে মেঘ।
তাঁর গানে হ’য়ে যায়
পৃথিবীটা স্বপ্নের দেশ!
সীমানা ছাড়িয়ে সুর
যায় হারিয়ে -
আকাশের নীলে,
রেখে যায় রেশ -
স্বপ্ন আবেশ।
আকাশেরই ডাকে
ঝড়ের কাছেই তিনি
ঠিকানাটা রেখে,
গিয়েছেন চলে -
নক্ষত্রের দেশে।
সহজ সুরের দিশা পেয়ে
মানুষ আজও ঋণী -
শুধু তাঁর কাছে।
সুরের আকাশে তিনি
নীল ধ্রুবতারা -
তাঁরই গানে বাঙালি
আজও আত্মহারা।
[হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মশতবর্ষ উপলক্ষে এই কবিতা।]