প্রথম বর্ষ দ্বিতীয় সংখ্যা - আগস্ট, ২০২০
Poems/কবিতা
নদী
অরিন্দম চট্টোপাধ্যায়
স্রোতস্বিনী বয়ে যায় প্রদোষে সন্ধ্যায়,
নীরবিন্দু অযুত বৎসর ধরে
পাড় ভাঙে, পাড় গড়ে দেয়।
জীবনের সায়াহ্ন বেলা নির্জনতা সাক্ষী রেখে
আকাশে তর্জনী তোলে
যতবার ভেঙে গেছে বিশ্বাসের যত্নে গড়া ঘর
বৃত্ত থেকে সরে গিয়ে
অন্য বৃত্তে মানুষের বসতির নীড়
কেন বাঁধা হয় বারবার,
কেন সে নদীর মত নয়?
নদী নিরবধি যদি
বয়ে যায়- পাড় ভাঙে, গড়ে দেয় ঘর।
জীবনের শব্দ শুরু হলে
আলোর আভাসে
ফিরে যাই নদীর কাছেই-
স্রোতস্বিনী বয়ে যায়
ভেসে যায়, যা কিছু নশ্বর।