Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

প্রথম বর্ষ দ্বিতীয় সংখ্যা - আগস্ট, ২০২০

Poems/কবিতা

অদ্ভুত সব লোক

পবিত্র সরকার


লোকগুলো কী অদ্ভুত, ভাই,
বৃষ্টিতে দেয় ছাতা মাথায়,
রোজ বাজারের হিসেব লেখে
ছোট্ট এক রুলটানা খাতায়।

লোকগুলো কী অদ্ভুত, দ্যাখ -
হাসলে দেখায় দাতের পাটি;
আবার চোখের জল ফ্যালে খুব
লাগায় যখন কান্নাকাটি।

লোকগুলো কী অদ্ভুত, দ্যাখ -
খিদে পেলেই চাইবে খাবার;
রাত্তিরেতে ঘুমিয়ে ওরা
সকালবেলায় জাগবে আবার।

এসব আজব কান্ড দেখে
পাড়ার লোকে চমকে গেছে।
কারা যেন হটাৎ এসে
লোকগুলোকে ধমকে গেছে।

হয়তো ওরাই এ সব নিয়ে
করবে নালিশ আজ থানাতে।
লোকগুলোকে দড়ি বেঁধে
ঢুকিয়ে দেবে জেলখানাতে।