প্রথম বর্ষ প্রথম সংখ্যা - জুলাই, ২০২০
Poems/কবিতা
ফ্রেম
ময়ূখ লাহিড়ী
সিনেমা হলটা
এখন আর চলে না,
এদিক-ওদিক
কিছু অবিন্যস্ত কাঠামো...
ফ্রেমগুলো আজও
ভরে রয়েছে,
পুরোনো ছবিগুলোয় সময়
যেন হঠাৎ থমকে গিয়েছে,
মনের মণিকোঠায় রাখা
সেই বছরগুলোর মতো।
আর থেকে গিয়েছে
কয়েকটা আঙুল,
আজ যারা অবিরত কাঁপে;
একদিন তাদের তুলিতেই
ভরে গিয়েছিল ফ্রেমগুলো।
ধুলো পড়া ছবিগুলো
আজ কোথায় কে জানে!
কাঁপতে থাকা আঙুলগুলো
তবু তাদের খোঁজে...
পারলে পুরোনো সময়ে জারিয়ে
আরও একবার ধুলোর পরত
ধুইয়ে দিত।
সেই ফ্রেমে এখনও অবিচল
একসময়কার চেনা মুখগুলো;
যদি আবার কেউ
কাছে টেনে নেয়...
থমকে থাকা সময়ে
ওরা বিস্মৃত কূপমণ্ডূক;
ভুলে যাওয়া সময়ের
আত্মপ্রতিকৃতি;
মাঝে মাঝে
স্রষ্টাও তো সৃষ্টি ছুঁতে চায়...