প্রথম বর্ষ প্রথম সংখ্যা - জুলাই, ২০২০
Poems/কবিতা
যে চলে যেত
সৌরভ চন্দ্র
যে চলে যেত সে চলে যেত
টুপ করে খসে যেত পাতা
যে চলে যেত সে না হয় চলেই যেত
চলে যেত পাহাড়, জঙ্গল পেরিয়ে
দূরে বাজত বসন্ত বেহালা, একা।
যে চলে যেত সে না হয় চলেই যেত
একাকী ট্রেনে কেন দেখা গেল তাঁর মুখ
তাঁর সুগন্ধ কেন বয়ে আনল ফাঁকা নদী
বিষণ্ণ মিছিলে কিংবা ঘোর বর্ষায়
যে চলে যেত সে না হয় চলেই যেত।