প্রথম বর্ষ প্রথম সংখ্যা - জুলাই, ২০২০
Poems/কবিতা
লড়াই
সরিৎ ঘোষ
লড়াইটা এখন মাঝপথে এসে গেছে,
পিছে ফেরবার প্রশ্নই নেই কিছু,
আকাশে আলোর ইশারায় বলে গেছে,
কিছুতেই উঁচু মাথা করবো না নীচু।
আঁধারের ক্লীব আঁধারিত মন নিয়ে,
জীবনের চেনা অধিকারগুলো কাড়ে -
জানেনা ওদের ডেরাগুলো ভেঙে গিয়ে,
স্বপ্নগুলোই গড়বে যে সারে সারে।
ভাঙতে চেয়েছে যারা ঐক্যের ভিটে,
রামধনু গড়া আলোখানি ছেঁড়া রঙে -
কোটি রঙে ভরে গর্বিত রাঙা পটে,
রামধনু ফের খেলবে নতুন ঢঙে।
এখনও জাগেনি যাদের অলস ঘুম,
যা হচ্ছে হোক,ঝিমাচ্ছে হরদম্ -
মিছিলে সামিল করার লাগলো ধুম্,
সময় সামনে এসে গেছে একদম।