Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

প্রথম বর্ষ প্রথম সংখ্যা - জুলাই, ২০২০

Poems/কবিতা

এনআরসি নয়

অঙ্কুর রায়


প্রত্যেকেরই শিকড় থাকে
একটা ফিরে আসার ঘর,
প্রত্যেকেরই ডানায় আকাশ,
দিনের শেষের অবসর।

প্রত্যেকেরই স্বপ্ন থাকে
এবং ফিরে দেখার স্মৃতি,
প্রত্যেকেরই বড়বেলা
শিশুবেলার বিস্তৃতি।

প্রত্যেকেরই বুকের ভেতর
ফেলে আসা স্বদেশ আছে,
মায়ের সোহাগ, বাপের শাসন
সোনার চাঁপা রূপোর গাছে।

নটেগাছ তো দিব্যি আছে
রূপকথারাই মুড়িয়ে যায়,

চেনা মুখ সব অচেনা মুখোশ
পড়শিরা আজ বিদেশি হায়!

কাঁটাতারের বেড়ার পারে
ঘরের পাশের আরশিনগর,
ওই শ্মশানে বাপের চিতা
এই উঠানে মায়ের গোর।

প্রত্যেকেরই কিছু না থাক
তবু থাকে নিজের দেশ।
পড়শির কী জাতের বিচার?
ভালবাসা অনিঃশেষ।

প্রত্যেকেরই শিকড় থাকে
একটা ফিরে আসার পাড়া,
যত দূরেই যাই না কেনো
সন্ধ্যাবেলা ফেরার তাড়া।