প্রথম বর্ষ প্রথম সংখ্যা - জুলাই, ২০২০
Poems/কবিতা
চেনা রঙ ফিকে হয়ে গেলে
অরিন্দম চট্টোপাধ্যায়
চেনা রঙ ফিকে হয়ে গেলে
বারান্দার পোষা চন্দনা আনমনা উড়ে চলে যায়।
শেষ রাত্রির বৃষ্টিপাতের জমা জলে
দিগ্বিজয়ী শব্দ তোলে
অনিকেত অবোধ বালক।
মাঠের ধারের প্রাইমারি স্কুলে যাবে বলে
সে বাড়ি থেকে বেরিয়ে
পারাপার ভেসে যাওয়া ঝিলের বিচিত্র রূপ দেখে
যেখানে দাঁড়িয়ে থাকে যারা সকাল।
গোল ইঁটের চাকতি ছুঁড়ে ছুঁড়ে জলের সঙ্গে যুদ্ধে জেতে।
যারা মাছ ধরছিল
ভ্রু কুঁচকে তাকাতেই
তার মুখের অহংকারের হাসিটি মুহূর্তে মেঘাচ্ছন্ন হয়ে যায়।
চেনা রঙ ফিকে হয়ে যায় বারংবার।