প্রথম বর্ষ প্রথম সংখ্যা - জুলাই, ২০২০
Poems/কবিতা
ভোট দেওয়া হল না এবার
শান্তনু বন্দ্যোপাধ্যয়
জানি তো ওরা পরিযায়ী
জানি তো ওরা অভুক্ত
শুধু জানি না ওদের রঙটা
ওরা কোন দলভুক্ত
জানি না কেন পেল না ওরা
বাড়ি ফেরার যান
করাপশনের দিলে উত্তর
পেয়ে যেতো যা চান
রাজা বললেন, বলুক
আমাকে,
কেন আসছেন ওরা
কেন হাঁটছেন এতদূর পথ
জানি না ওরা যে কারা
বলুক শুনি, পারবে কি ওরা
দিয় যেতে ফলস ভোট
পারবে কি ওরা চেঁচিয়ে বলতে
বুথগুলো সব লোট
পারবে কি ওরা চালাতে গুলি
বিরোধীরা তেড়ে এলে
ক্ষুধা মেটাবই, দেব চিঁড়ে-দই
পার্টিতে যোগ দিলে
রং হয়নি ক্ষুধার্তদের
তারা সকলেই সাদা
এও জানে না, এ কেমন রাজা
ভোট চায় সর্বদা
রাজা বললেন, মাঠ পড়ে খালি, রাখা আছে মাইক
রাজি হলে পাবে, পেট পুরে খাবে, পেয়ে যাবে জেনো বাইক
পরিযায়ী বলে,হাঁটছি হাঁটব
হারাবনা বিশ্বাস
আর নয় রাজা, চিনেছি তোমাকে, পারছি তো নিতে শ্বাস
গড়ের মাঠেতে পুঁতে রেখে দিও
পৌঁছোতে যদি পারি
ভোট দেওয়াটা হল না এবার
চলেছে মৃতের গাড়ি