Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

প্রথম বর্ষ প্রথম সংখ্যা - জুলাই, ২০২০

Poems/কবিতা

পরিযায়ী

পবিত্র সরকার


কবে শুরু হল এই হাঁটা,
কবে শেষ হবে পরিযাণ;
সংসার-পুঁটলি হাতে ঝোলে,
কাঁধে বসে ক্ষুধার্ত সন্তান।

পাশে চলে সন্তানের মা-ও, তার
তারও এক ভাঙাচোরা মুখ;
‘গাও-বস্তি’ - এই স্বপ্ন পুষে,
হৃৎপিণ্ড চলছে ধুকধুক।

বৃষ্টি পড়ে, পথ দীর্ঘ হয়,
সূর্য ঢালে দাহপুর্ণ শিখা;
যত হাঁটি, সরে সরে যায়,
ছায়াচ্ছন্ন গৃহ-মরিচিকা।

ঘরে ফেরা? সে কি পরিহাস?
রাষ্ট্র হানে নির্মম ভ্রুকুটি।
আমাদের চিহ্ন রেখে যাই,
রেললাইনে রক্ত মাখা রুটি।

ভুলে গেছি কবে, পথ টেনে
নামিয়েছে পথে আমাদের;
এসে দেখি হাঁটে লক্ষ লোক -
ছন্নছাড়া ভয়ার্ত বিশ্বের।

কবে এ হাঁটার শেষ হবে?
পারব সেই গাঁও-বস্তি ছুঁতে?
আগে জুটে যাবে কি আশ্রয়
অন্য গাঁও-বস্তিতে - মৃত্যুতে!