Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

প্রথম বর্ষ প্রথম সংখ্যা - জুলাই, ২০২০

Poems/কবিতা

বোবারা এখন

প্রণব চট্টোপাধ্যায়


সারাদিন ঘুরে ঘুরে সুদূরে
অবশেষে পৌঁছেছিল বাড়ি
সংসার পাতা ছিল আড়াআড়ি!

খেয়া পারাপার জল সয়েছিল সুরে
বুকের ক্ষয় ভরাট হয় না সহজে
মধ্যরাতের এখনও ছলাৎ ছলাৎ
দিন কেটে দেয় দুধার মুখের করাত
পিছনে হেঁটেছে নীল সময়ের বরাত।

সেই মেয়েটির উরু বেয়ে নামে ভুল
বিষাদের হাতের উদ্ধত কুড়ুল
রোদ্দুরে কাঁপে তার প্রচ্ছায়া করোটি
হাতে ধরা থাকে কাপড়া-মোকান-রোটি!

মোহানার চরে হেঁটে হেঁটে যায় কলরব
বোবারা এখন সকলেই দারুণ সরব!