Society, Language and Culture
সমাজ, ভাষা ও সংস্কৃতি

(A Multidisciplinary Peer-Reviewed Journal)
A Unit of Society, Language and Culture Trust
ISSN: 2583-0341

A quarterly published peer-reviewed journal started its journey since July, 2020. The 'Society Language and Culture' journal was initially a monthly journal, which from its fourth edition was transformed into a quarterly journal. The SLC journal from the first edition has been a well acclaimed journal for its both creative and analytical pieces, accepted and reviewed, from diverse intellectual corners of state and the country as well.

বর্তমানে একটি ত্রৈমাসিক পত্রিকা হলেও গত জুলাই ২০২০ এর জন্মলগ্ন থেকে প্রথম তিনটি সংস্করণ মাসিক পত্রিকা হিসেবে প্রকাশিত হয়েছে। চতুর্থ সংস্করণ থেকে 'সমাজ ভাষা ও সংস্কৃতি' ত্রৈমাসিক হিসেবে প্রকাশিত হতে শুরু করে। পশ্চিমবঙ্গ তথা ভারতের বিভিন্ন প্রান্তের বুদ্ধিজীবীমহলের দ্বারা ইতিমধ্যেই সমাদৃত এই পত্রিকা নিয়মিত প্রকাশিত হচ্ছে।

 

প্রকাশক / Publisher

সমাজ, ভাষা ও সংস্কৃতি পরিষদ
কলকাতা, পশ্চিমবঙ্গ

Society, Language and Culture Trust

Kolkata, West Bengal